বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘গণমাধ্যম ও গণতন্ত্র একে অন্যের পরিপূরক। দেশে এখন এর কোনোটাই নেই। গণমাধ্যমের অবস্থা এখন হুইল চেয়ারে চলার মতো।
‘গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই সেমিনারের আয়োজন করা হয়।
গয়েশ্বর রায় বলেন, ছোট্ট একটা দেশ থেকে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। যারা এই টাকাটা পাচার করেছে তারা তা আয় করেছে। এই আয়টার নামই লুটপাট। আর সেটা করা হয়েছে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে।
‘বড় বড় প্রকল্প করছে। করোনার সময়ে ৫০ টাকার জিনিসও ৫০০ টাকায় কেনা হয়েছে। আর বালিশ-পর্দার কথা তো সবাই জানে। আজকের সরকার আলিবাবা চল্লিশ চোরকেও হার মানিয়েছে। তারা চুরি করছে, লুটপাট করছে, ডাকাতি করছে।
বিএনপির এই নেতা বলেন, ‘সংবাদপত্র সঠিকভাবে কাজ করতে পারলে বিরোধী দলের চেয়েও তারা অপকর্ম থেকে বিরত রাখতে সরকারকে বেশি চাপে রাখতে পারে। বিএনপি ক্ষমতায় থাকলেও সমালোচিত, বিরোধী দলে থাকলেও সমালোচিত। ক্ষমতাসীন দলের লোকদের প্রশংসা ব্যতীত অন্য কথা বললেই কারও হাত-পা কাটা যায়, কেউ গুম হয়ে যায়। বিএনপির বিরুদ্ধে লিখলে আর যাই হোক এগুলো হয় না।’