বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নানাকে হত্যা করে বস্তাবন্দির অভিযোগে যুবক আটক

  •    
  • ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১৪:১৭

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পারিবারিক বিরোধের জেরে নানাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান নাতি। শনিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী এলাকা থেকে অভিযুক্ত খালেককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে নানাকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ।

উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ৮৫ বছরের আব্দুল হক মাদবর বড়চালা গ্রামের বাসিন্দা ছিলেন। আটক ২৫ বছরের আব্দুল খালেক সম্পর্কে তার নাতি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এসব জানান।

স্বজনদের বরাত দিয়ে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন জানান, নিহত আব্দুল হক মাদবর ও তার ছেলে হারুন মাদবর পাশাপাশি কক্ষে থাকেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হারুন মোটরসাইকেলে বাড়িতে এলে পেছন থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান ভাগনে খালেক। পরে পরিবারের লোকজন হারুনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে রাত ৩টার দিকে বাড়িতে নিয়ে আসে।

সকালে বৃদ্ধ আব্দুল হক মাদবরকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকে সবাই। একপর্যায়ে পাশের ঘরের মেঝেতে বস্তায় বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।

পরিবারের ধারণা, ভাগনে আব্দুল খালেকই তার নানাকে হত্যা করে ঘরের মেঝেতে বস্তায় ঢেকে রেখে পালিয়েছেন।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পারিবারিক বিরোধের জেরে নানাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় নাতি। শনিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী এলাকা থেকে অভিযুক্ত খালেককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

এ ছাড়া নিহতের মাথায় ও নাকে আঘাতের চিহ্ন আছে, কান দিয়েও রক্ত বের হচ্ছিল বলেও জানান ওসি।

এ বিভাগের আরো খবর