সকালে নাশতা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জুয়েল অধিকারী ও তার স্ত্রী অতিরিক্ত মহানগর দায়রা জজ জয়ন্তি রানী দাসকে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য দিয়েছেন।
তিনি জানান, সকালেই হাসপাতালে তাদের আনা হয়। ঘটনার পর থেকে তাদের সঙ্গে বাসায় থাকা ভাতিজির খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, নাশতায় বিষক্রিয়ার কারণে ওই দম্পতি অসুস্থ হয়েছেন।
তিনি বলেন, ‘তাদের স্বজনদের কাছে শুনেছি তারা স্বামী-স্ত্রী সকালের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালের ৩৭ নম্বর এবং ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
‘পরে সেখান থেকে জয়ন্তি রানীকে ৩ নম্বর কেবিনে ও উন্নত চিকিৎসার জন্য জুয়েল অধিকারীকে আইসিইউতে নেয়া হয়। তারা এখন কিছুটা ভালো আছেন। তাদের শরীরে বিষক্রিয়ার চিকিৎসা দেয়া হচ্ছে।’
স্বজনদের বরাতে তিনি আরও জানান, জয়ন্তি রানীর কিশোরী ভাতিজি ঘটনার পর থেকে পলাতক। ঘটনাটিকে স্বজনরা সন্দেহজনক হিসেবে দেখছেন। ওই কিশোরী দম্পতির সঙ্গে তাদের বাসায় থাকতেন।