কিশোরগঞ্জের করিমগঞ্জে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল পাঠানপাড়া এলাকায় শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
মৃতরা হলো দেড় বছর বয়সী খাদিজা আক্তার ও একই বয়সের আনার মিয়া। তারা দুজন চাচাতো বোন-ভাই।
কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ উদ্দিন আহম্মেদ কনক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই শিশুকে ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলী সিদ্দিকী স্থানীয়দের বরাতে জানান, বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল শিশু দুটি। অন্য শিশুরা ঘরে ফিরে গেলেও ওই দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে স্থানীয় একজন মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরিবারের লোকজন গিয়ে দেহ দুটি উদ্ধার করেন।