কুষ্টিয়ায় গলায় ও হাতে দড়ি বাঁধা অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদরের গজনবিপুর গ্রামের মাঠ থেকে শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ৬০ বছরের মফিজুর রহমান মফি পেশায় ছিলেন কৃষক। তার বাড়ি ওই একই গ্রামে।
একই গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মফিকে বাড়ির কাছে চায়ের দোকানে চা খেতে দেখা গেছে। এরপর আর সে বাড়ি ফেরেননি। সকালে কৃষকরা ধান ক্ষেতে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পায়।
তিনি বলেন, ‘মরদেহের গলা আর হাতে একই রশি দিয়ে বাঁধা রয়েছে। স্থানীয়দের ধারণা অন্য কোনো জায়গায় তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মরদেহ এখানে নিয়ে এসে ফেলে রাখা হয়েছে।’
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুন জায়েদ বলেন, ‘মরদেহের হাতে-গলায় রশি বাঁধা অবস্থায় আমরা পেয়েছি। তাছাড়া দাঁতে আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। তবে কারা কী কারণে হত্যা করেছে এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।’
মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলেও জানান ওসি।