রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল এলাকায় পিকআপ চাপায় এক পথচারী নিহত হয়েছেন। মধ্যবয়সী এই ব্যক্তির নাম জিন্নাত আলী। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় হেঁটে অফিসে যাচ্ছিলেন জিন্নাত আলী। এ সময় পেছন দিক থেকে একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর জখম হন৷ পরে সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তেঁজগাও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, ‘পিকআপটি চালাচ্ছিলেন চালকের সহকারী। রিয়াজ খান নামের এই হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। চালকের নির্দেশেই তিনি পিকআপ নিয়ে রাস্তায় বের হয়েছিলেন বলে জানা গেছে।
‘এ ঘটনায় হেলপার রিয়াজ ও চালককে আসামি করে তেঁজগাও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়েছে। চালক পলাতক রয়েছেন। পিকআপটি জব্দ করা হয়েছে।’