ঢাকায় এসেছেন ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
বৃহস্পতিবার নতুন দায়িত্ব নিতে তিনি ঢাকায় আসেন।
গত ১৩ সেপ্টেম্বর দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন লন্ডনে হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়া বিক্রম করার দোরাইস্বামী। তার স্থলাভিষিক্ত হচ্ছেন প্রণয়।
চলতি বছরের ২৯ জুলাই প্রণয়কে ঢাকায় নিয়োগের কথা জানায় দিল্লির পররাষ্ট্র দপ্তর। এর আগে তিনি ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
তারও আগে প্রণয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন। ভারতের পরমাণু কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
প্রণয় কুমার ভার্মা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ফরেন সার্ভিসে যোগ দেয়ার আগে তিনি ভারতের স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাটা স্টিলে চাকরি করেন।
তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মিডলবারি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে চীনা ভাষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ২০১৯ সালের ২৫ জুলাই তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন।
প্রণয় কুমার ভার্মার পূর্বসূরি বিক্রম কুমার দোরাইস্বামী ২০২০ সালে করোনাকালীন কঠিন একসময়ে ঢাকায় আসেন। তখন বাংলাদেশ-ভারত সম্পর্কেরও শীতলতা চলছিল বলে মনে করেন অনেকে।
বিক্রম দোরাইস্বামীর সময়ে একই বছরে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সফর করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফিরতি সফরে সম্প্রতি ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।