চট্টগ্রামের মীরসরাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকা থেকে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মিজানুর রহমান হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘ঘটনার পর নিহতের বোন নাজমা আক্তার ১৪ জনকে আসামি করে একটি মামলা করেছেন। ওই মামলার ৫ নম্বর আসামি মিজানুর। তাকে বুধবার ভোরে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।’
মীরসরাইয়ে হিঙ্গুলী ইউনিয়নে নিজ দোকানের সামনে সোমবার সন্ধ্যায় কোপানো হয় শহীদুল ইসলাম আকাশকে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর রাতে তার মৃত্যু হয়।
শহীদুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।