বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বোনের বাসায় চাচাতো ভাইকে গলাকেটে হত্যা

  •    
  • ২১ সেপ্টেম্বর, ২০২২ ২১:০৪

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, হত্যাকাণ্ডের পর জোবায়ের পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

কিশোরগঞ্জে চাচাতো ভাইকে গলায় ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের উকিলপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকার একটি বাড়ির তিনতলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ২২ বছর বয়সী যুবকের নাম আবির হাসান রাহাত। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি এলাকার দক্ষিণ খয়রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হকের ছেলে।

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন রাহাত। থাকতেন জেলা শহরের খরমপট্টি এলাকায়।

এদিকে এ ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে রাহাতের চাচাতো ভাই ২৬ বছর বয়সী জোবায়ের হাসানের বিরুদ্ধে। জোবায়ের বসবাস করেন শহরের গাইটাল এলাকায়। তিনিও গুরুদয়াল সরকারি কলেজে অনার্স ফাইনাল ইয়ারে পড়েন।

যে বাসায় হত্যাকাণ্ডটি ঘটেছে সেখানে থাকেন জোবায়েরের বোন আরিফা সুলতানা। আরিফার ছেলে ফুয়াদকে প্রাইভেট পড়াতেন আবির।

জোবায়েরের বোন আরিফা সুলতানা জানান, বুধবার সন্ধ্যায় রাহাত প্রতিদিনের মতো তার ছেলেকে পড়াতে এসেছিলেন। এ সময় জোবায়ের হঠাৎ বাসায় এসে রাহাতের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে রাহাতের গলায় ছুরিকাঘাত করে চলে যান জুবায়ের।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, হত্যাকাণ্ডের পর জোবায়ের পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আপাতত বলা যাচ্ছে না। জোবায়েরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

এ বিভাগের আরো খবর