বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গৃহবধূর মৃত্যু: স্বজনদের দাবি দুর্ঘটনা, স্থানীয়দের কাছে রহস্য

  •    
  • ২১ সেপ্টেম্বর, ২০২২ ১৮:১৩

ঘটনাস্থলের আশপাশের একাধিক স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছে নিউজবাংলা। নাম প্রকাশ না করার শর্তে তারা দাবি করেছেন, পুলিশের নিরপেক্ষ তদন্ত হলে গৃহবধূর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ঠাকুরগাঁও পৌর শহরে একটি তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে শাহনাজ বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে শহরের শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সী নিহত শাহনাজ ওই এলাকার নুর ইসলামের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রমজান আলী।

পরিবারের বরাতে কাউন্সিলর জানান, সকালে নিজ বাসার ছাদে হাঁটতে যান শাহনাজ। তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় ওই ছাদ থেকে মাথা ঘুরে পড়ে যান। পরে তার স্বামী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের নিবন্ধন বইয়ের তথ্যমতে, সকাল ১০টা ৫০ মিনিটে শাহনাজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এদিকে শাহনাজের মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় অনেকেই। পরিবারের দেয়া তথ্যের সঙ্গে একমত হতে পারছেন না তারা।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনতলা বাড়িটির ছাদ চারপাশে সাড়ে তিন ফুট উঁচু ইটের রেলিং দ্বারা বেষ্টিত এবং ওই বাড়ির তিন ফুট দূরে একটি সীমানাপ্রাচীর রয়েছে।

কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সীমানাপ্রাচীর থেকে প্রায় সাড়ে ৫ ফুট দূরে একটি গাছের পাশে পড়ে থাকতে দেখা যায় শাহনাজকে।

ঘটনাস্থলের আশপাশের একাধিক স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছে নিউজবাংলা। নাম প্রকাশ না করার শর্তে তারা দাবি করেছেন, পুলিশের নিরপেক্ষ তদন্ত হলে গৃহবধূর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এদিকে ওই বাড়িতে সংবাদ সংগ্রহের কাজে গেলে এই প্রতিবেদককে সংবাদ প্রকাশে নিষেধ করেন নিহতের স্বজনরা।

নিহতের ভাতিজা পরিচয় দেয়া ইকবাল হোসেন বলেন, ‘আমরা কোনো মিডিয়া কাভারেজ চাই না।’

এ সময় ঘটনার বর্ণনা চাইলে তিনি বলেন, ‘এটি হত্যা বা আত্মহত্যা নয়। তিনি সকালে ছাদে গিয়ে রেলিংয়ে হেলান দিয়েছিলেন। যেহেতু তিনি মাথা ঘুরে পড়েছেন আমরা স্বজনরা এটিকে দুর্ঘটনা হিসেবেই দেখছি।’

এ সময় নিহতের স্বামীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি মানসিকভাবে অসুস্থ দাবি করে কথা বলতে পারবেন না বলে জানান ইকবাল।

ঘটনার পর পুলিশ এসেছিল কি না জানতে চাইলে পুলিশকে জানানো হয়নি বলেও জানান তিনি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার খবর জানি না। আপনার কাছেই খবরটি পেলাম। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর