বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাঠির সঙ্গে জাতীয় পতাকা কিসের আলামত, প্রশ্ন কাদেরের

  •    
  • ২১ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৪৫

ওবায়দুল কাদের বলেন, ‘আজকাল বিএনপির নেতা-কর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে। এটা কিসের আলামত? এটা কি জাতীয় পতাকার অবমাননা নয়?’

বিএনপির নেতা-কর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা কিসের আলামত, তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে নিজ দপ্তরে বুধবার ব্রিফিংয়ের সময় কাদের এ প্রশ্ন করেন।

রাজধানীতে কয়েকটি সমাবেশে হামলা হওয়ার পর মঙ্গলবার খিলগাঁওয়ের জোড়া পুকুর খেলার মাঠে কর্মসূচিতে বিএনপির অনেক নেতা-কর্মীকে লাঠি হাতে দেখা যায়।

আত্মরক্ষার্থে এই ব্যবস্থা নেয়ার কথা জানান দলটির নেতা-কর্মীরা।

সে প্রসঙ্গ টেনে কাদের বলেন, ‘আজকাল বিএনপির নেতা-কর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে। এটা কিসের আলামত? এটা কি জাতীয় পতাকার অবমাননা নয়?’

বিএনপি আন্দোলনের নামে রাজপথে আবারও সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন কাদের।

ওই সময় বিএনপি নির্বাচনের পাশাপাশি আন্দোলনেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘অতীতে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন জনগণের কাছে গ্রহণযোগ্য এবং জনগণের চোখে পড়ার মতো তেমন কোনো উন্নয়ন স্থাপন করতে পারে নাই, যে কারণে জনগণের সঙ্গে তাদের দূরত্ব শুরু হয়েছে।

‘শুধু লিপ সার্ভিস দিয়ে এবং বক্তৃতা-বিবৃতিতে বিষোদগার করে জনগণের থেকে দূরত্ব কমানো সম্ভব নয়। সে কারণে তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা এবং সাড়া নেই। তাই তারা এখন সহিংসতার পথ বেছে নিচ্ছে।’

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন।

ওই সময় জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এ বিভাগের আরো খবর