বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হালকা বৃষ্টি হতে পারে, গরম থাকবে এমনই

  •    
  • ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৯:৩৭

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তীব্র গরমে যখন অতিষ্ঠ নগরবাসী, তখন স্বস্তির বার্তা দিয়েছিল আকাশ থেকে নেমে আসা গুঁড়িগুঁড়ি বৃষ্টি। দু-এক দিন আগের কথা এটি। টানা তিন-চার দিন এমন পরিস্থিতিতে কিছুটা দুর্ভোগেও পড়তে হয়েছে কর্মক্ষেত্রগামীদের। তবে আবার আগের সেই অবস্থায় ফিরে গেছে রাজধানীসহ মোটামুটি দেশের অধিকাংশ এলাকা।

বৃষ্টির দেখা নেই। আকাশ হয়তো কিছুটা মেঘলা থাকছে, কিন্তু গরম কমছে না। তাপমাত্রায় নেই কোনো পরিবর্তন। এ পরিস্থিতিতেই স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে মঙ্গলবার এ তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, তবে তাপমাত্রায় তেমন একটা পরিবর্তন আসার সম্ভাবনা না থাকায় কমছে না গরম। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কাসংকেত জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া দেশের দক্ষিণ অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টাও আবহাওয়া একই রকমের থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

এ বিভাগের আরো খবর