বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজপথ বিএনপির পৈতৃক সম্পত্তি নয়: কাদের

  •    
  • ২০ সেপ্টেম্বর, ২০২২ ২১:৫৫

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আন্দোলনের জন্য মাঠে কিছু লোক নামিয়েছে। কারা কতদিন থাকে আমরাও দেখব। গত নির্বাচনের সময় ২০ দলীয় জোটের অবস্থা ছিল জগাখিচুড়ি। ২২ দলীয় জগাখিচুড়ি জোট গতবারও ছিল। তর্জন-গর্জনই সার তাদের।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজপথ বিএনপির পৈতৃক সম্পত্তি নয়। রাজপথ জনগণের, রাজপথে বিএনপি-জামায়াত নামলে লড়াই হবে। তারা মাঠে নামলে খেলা হবে।

রাজধানীর লালবাগে নবাবগঞ্জ পার্কে মঙ্গলবার লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ফাঁকা মাঠে তাফালিং করবেন আর আওয়ামী লীগ আঙ্গুল চুষবে তা হবে না। আন্দোলন করতে চাইলে শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলন করুন। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করবেন না। রাজপথ কাউকে ইজারা দেয়া হয়নি। আপনারা ফাঁকা মাঠে আন্দোলন করবেন আর আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে আঙুল চুষবে, তা তো হবে না।’

তিনি বলেন, বিএনপি আন্দোলনের জন্য মাঠে কিছু লোক নামিয়েছে। কারা কতদিন থাকে আমরাও দেখব। গত নির্বাচনের সময় ২০ দলীয় জোটের অবস্থা ছিল জগাখিচুড়ি। ২২ দলীয় জগাখিচুড়ি জোট গতবারও ছিল। তর্জন-গর্জনই সার তাদের।’

দলের শৃঙ্খলা ভঙ্গ না করতে নেতাকর্মীদের হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তাদেরকে শেখ হাসিনা ছাড় দেবেন না। স্লোগান দিয়ে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, শক্তি প্রদর্শন করে নেতা হতে পারবেন না। যে যার এলাকায় জনপ্রিয়, তিনিই সেখানে নেতা হবেন।’

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘লাফালাফি করবেন না, বাড়াবাড়ি করবেন না। আমাদের নেতাদেরও বলব বাড়াবাড়ি না করতে। বাড়াবাড়ি করলে কেউ নেতা হতে পারবেন না, কেউ এমপি হতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে এসেছি- বিশৃঙ্খলা যারা করবে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার যারা ক্ষতি করবে শেখ হাসিনা তাদের রেহাই দেবেন না।’

বঙ্গবন্ধু-কন্যার নেতৃত্বে সুদিন আসবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সারাবিশ্বে জ্বালানির দাম বেড়ে গেছে, ইউক্রেন-যুদ্ধ আরও বেড়ে গেছে। জনগণকে বলব- আপনারা বঙ্গবন্ধুর কন্যার প্রতি বার বার আস্থা রেখেছেন, আবারও আস্থা রাখুন।’

‘ষড়যন্ত্রকারীরা এটা হয়তো জানে না যে বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও পিছু হটতে জানেন না, ভয় পান না। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। তিনি (শেখ হাসিনা) হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। বাংলাদেশের স্বাধীনতা হেরে যাবে, মুক্তিযুদ্ধের চেতনা হেরে যাবে। শেখ হাসিনা হেরে গেলে স্বাধীনতার শক্তি পরাজিত হবে। দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইন সম্পাদক নাজিবুল্লাহ হিরু, কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এ বিভাগের আরো খবর