খুলনার ডুমুরিয়ায় নসিমনের ধাক্কায় আনাদি কুমার সরকার নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
৪০ বছর বয়সী আনাদি কুমার সরকারের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে। তিনি পাইকগাছা উপজেলার বোরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিঞা।
তিনি জানান, আনাদি কুমার পাইকগাছা থেকে মোটরসাইকেলে খুলনা শহরে যাচ্ছিলেন। ডুমুরিয়ার মেছাঘোনায় বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
খর্ণিয়া হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নসিমন ফেলে চালক পালিয়েছেন বলে জানান ওসি কনি মিঞা।