ঝিনাইদহের শৈলকুপায় দোকানে রেখে যাওয়া মোবাইলের মালিকানা দাবি করে দুই ব্যক্তির মধ্যে তর্কের জেরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
উপজেলার চর গোলকনগর গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার দুপুরেও ওই ঘটনায় সংঘর্ষ হয়েছিল।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন একই গ্রামের কোরবান আলী, উম্বাত আলী, মামুন হোসেন, ইউনুস আলী, শিপন হোসেন, গফুর মোল্লা, আব্দুল মজিদ, রহিম মোল্লা, নজির মোল্লা, রাশেদ আলীসহ ১৫ জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘গত রোববার সন্ধ্যায় ওই গ্রামের ইউনুস মণ্ডলের চায়ের দোকানে মোবাইল রেখে বাড়ি চলে যান একই গ্রামের ইউসুফ মোল্লা। পরে মোবাইল নিতে এলে ইউনুস তা নিজের দাবি বলে করেন। এ নিয়ে ইউনুস ও ইউসুফের মধ্যে কথা-কাটাকাটি হয়।
‘এ ঘটনায় সোমবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এরই জেরে মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ান উভয় পক্ষের লোকজন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।’
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, ‘ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত আভিযোগ পেলে মামলা নেয়া হবে।’