বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মীরসরাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  •    
  • ১৯ সেপ্টেম্বর, ২০২২ ২৩:২২

স্থানীয় ইউপি সদস্য মো. কামরুজ্জামান কামরুল বলেন, ‘শহীদুল নিজ এলাকায় একটি ফার্নিচারের দোকান চালাত। সে এবার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। এর আগে ২০১৮ সালেও তার উপর এভাবে হামলা হয়েছিল।’

চট্টগ্রামের মীরসরাইয়ে স্থানীয় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকায় নিজের দোকানের সামনে তাকে এলোপাতাড়ি কোপানো হয়।

নিহত ৩০ বছর বয়সী শহীদুল ইসলাম আকাশ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘দোকানের সামনে তার উপর দুর্বৃত্তরা হামলা করে। তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যালে নিতে পরামর্শ দেন। সেখানে রাতে তিনি মারা যান।’

তিনি জানান, শহীদুলের দোকানে একটি সিসিটিভি ক্যামেরা ছিল। তবে তাতে সংযোগ ছিল না বলে হামলাকারীদের শনাক্ত করা যায়নি।

বছর চারেক আগেও একবার দুর্বৃত্তরা শহীদুলের উপর হামলা করেছিল বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. কামরুজ্জামান কামরুল।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘শহীদুল নিজ এলাকায় একটি ফার্নিচারের দোকান চালাত। সে এবার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। এর আগে ২০১৮ সালেও তার উপর এভাবে হামলা হয়েছিল। সেবার প্রাণে বেঁচে যায় সে। তার উপর হামলার ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছিল সে সময়।’

তবে ওই হামলার তথ্য জানা নেই ওসির।

তিনি বলেন, ‘আমি এর পরে যোগ দেয়ায় তখনকার ঘটনা জানি না। মামলার কোনো নথি থাকলে খোঁজ নিয়ে দেখব।’

এ বিভাগের আরো খবর