ফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খালাস পেয়েছেন অন্য আসামিরা।
ফরিদপুরের নারী ও শিশু ট্রাইব্যুনালে সোমবার দুপুরে এ রায় দেন বিচারক প্রদীপ কুমার রায়।
দণ্ড পাওয়া আসামি হলেন সরোয়ার শেখ। তার বাড়ি মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া গ্রামে।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বপন পাল।
২০১৭ সালের ৬ জুলাই স্বামীর বাড়িতে ফরিদা বেগমের মরদেহ পাওয়া যায়। এর ১৩ দিন পর ফরিদার মা মর্জিনা বেগম মধুখালী থানায় মামলা করেন।
এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন সকালে বাদীকে ফোন করে ফরিদা জানান যে ৫০ হাজার টাকার জন্য তাকে মারধর করেছেন স্বামী সরোয়ার। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বাদী খবর পান, তার মেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে গিয়ে তিনি মেয়ের মরদেহ জামাইয়ের বাড়ির বারান্দায় শোয়ানো অবস্থায় পান।
মরদেহের ময়নাতদন্তের পর পুলিশ জানতে পারে ফরিদাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেন আদালতে।