জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার পদ থেকে বেগম রওশন এরশাদকে সরাতে জাতীয় পার্টির সংসদীয় দল স্পিকার বরাবর যে চিঠি দিয়েছে, তার প্রক্রিয়া সঠিক ছিল না জানিয়ে স্পিকার বরাবর চিঠি দেবেন দলটির বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।
সোমবার বিকেলে নিউজবাংলাকে তিনি এ কথা জানান। মঙ্গলবার তিনি বিষয়টি স্পিকারকে লিখিত জানাবেন বলে জানান।
জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকের দিন তাকে এজেন্ডা জানানো হয়নি বলে নিউজবাংলার কাছে দাবি করেন মশিউর রহমান রাঙ্গা। অবশ্য এর আগে ১৫ সেপ্টেম্বর থেকেই এ দাবি করে আসছে তিনি।
রাঙ্গা নিউজবাংলাকে বলেন, ‘আমাকে তো সেদিন এজেন্ডা জানানো হয়নি। বললো, আসেন একটা জরুরি মিটিং আছে। পরে সই নিয়ে আপনি বলতেছেন যে এই এই রেজুলেশন করা হইলো। এটা হলো?’
গত ১ সেপ্টেম্বর রওশন এরশাদকে অপসারণে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেয় জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সংসদীয় দল। এরপর ১৮ দিন পেরিয়ে গেছে।
তবে চিঠি দেয়ার পর ওই চিঠিতে স্বাক্ষরকারী বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা গণমাধ্যমে বলেন, তিনি রওশন এরশাদকে বাদ দেয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। এ কারণে রাঙ্গাকে দলের পদ থেকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি। এরপর ১৫ সেপ্টেম্বর রাঙ্গা দাবি করেন রওশন এরশাদকে সরানোর প্রক্রিয়া সঠিক ছিল না।
রাঙ্গা নিউজবাংলাকে বলেন, ‘আমি তো স্পিকারকে জানিয়েছি, যে এটা নিয়ম মতো হয়নি। সব কিছুর তো একটা নিয়ম আছে। নিয়ম বহির্ভূতভাবে করলে তো হবে না।’
এ বিষয়ে এখন স্পিকারকে লিখিত আপত্তি জানাবেন কীনা জানতে চাইলে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘হ্যাঁ, আমি স্পিকারকে লিখিত জানিয়ে দেব। ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার কোনো যুক্তিসংগত কারণ নেই। কারণ এটার মধ্যে কোনো এজেন্ডা ছিল না।’
স্পিকারকে কবে জানাবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) জানাব। স্পিকারকে জানাব, আমার এ ব্যাপারে আপত্তি আছে। বিষয়টি সঠিক প্রক্রিয়ায় হয়নি।’
সাধারণত দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য কোনো সিদ্ধান্ত নিলে স্পিকার সেটি অনুমোদন করেন। সে ক্ষেত্রে জাতীয় পার্টির সংসদীয় দলের সিদ্ধান্ত জানিয়ে যে চিঠি দেয়া হয়েছে, তা এখন স্পিকারের হাতে।
রওশন এরশাদের অপসারণের বিষয়ে সর্বশেষ কী খবর জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু নিউজবাংলাকে বলেন, ‘এ বিষয়ে কোনো কিছু জানি না।’