বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিজিবি-রেল পুলিশের হাতাহাতির ঘটনা তদন্তে কমিটি

  •    
  • ১৯ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০৬

রোববার রেল পুলিশ সদস্য মোমিনুল ইসলাম মুমিনের সঙ্গে বিজিবি সদস্যদের কথা-কাটাকাটি হয়। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মোমিনুলসহ রেল পুলিশের তিনজন আহত হন। আর বিজিবি সদস্যরা মোমিনুলকে ক্যাম্পে নিয়ে যান।

বেনাপোল স্টেশনে বিজিবি ও রেল পুলিশ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

খুলনা বিভাগীয় রেল পুলিশ সুপার রবিউল হোসেন সোমবার দুপুরে জানান, তিন সদস্যের কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি জানান, রোববার রেল পুলিশ সদস্য মোমিনুল ইসলাম মুমিনের সঙ্গে বিজিবি সদস্যদের কথা-কাটাকাটি হয়। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মোমিনুলসহ রেল পুলিশের তিনজন আহত হন। আর বিজিবি সদস্যরা মোমিনুলকে ক্যাম্পে নিয়ে যান।

বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান রোববার জানান, খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের ব্যাগে তল্লাশি চালাতে যান বিজিবি সদস্যরা। তাদের বাধা দিয়ে রেল পুলিশ সদস্যরা জানান যে কাস্টমস কর্মকর্তা ছাড়া কোনো তল্লাশি করা যাবে না। এতে ক্ষুব্ধ হয়ে বিজিবি সদস্যদের ২০ থেকে ২২ জনের একটি দল এসে রেল পুলিশের আরএসবি মো. মুমিনকে গাড়িতে তুলে বিজিবি ক্যাম্পে নিতে যায়। এ থেকেই হাতাহাতির সূত্রপাত।

তিনি সোমবার জানান, রোববার রাত ১০টার দিকে মোমিনুলকে বিজিবি ক্যাম্প থেকে ছেড়ে দেয়া হয়। দুই বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেন।

এ বিভাগের আরো খবর