বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিরোধী দল যেন ঘরের বউ, যখন খুশি তখন পেটাও। পরিণতি ভালো হবে না। বাংলাদেশ এবং বিদেশে এই নজির আছে।’
সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শামা ওবায়েদ, তাবিথ আউয়ালসহ বিএনপি নেতারা এতে উপস্থিত ছিলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘অতি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। যারা এই আইন বাতিল করেছে, তাদেরও বিচার হবে। স্বাধীনতা অর্জনের জন্য যেমন আমরা এক সাগর রক্ত দিয়েছি, প্রয়োজনে আরও রক্ত দেব।’
দুদু বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি, কথিত প্রধানমন্ত্রী তিনি বিবিসির সঙ্গে বলেছেন, আওয়ামী লীগের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন কত বড় জালিয়াতি, সেটা আর বলার দরকার নেই।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘তারা গণতন্ত্রের কথা বলে, অথচ মোমবাতি জ্বালানোর মতো নিরীহ কর্মসূচিও তারা সহ্য করতে পারছে না। মোমবাতিও তারা নিভিয়ে দিতে চায়। আমি স্পষ্ট বলছি, এই সরকারের কাছে আমাদের একটাই দাবি– সংসদ ভেঙে দেন। সরকার ভেঙে দেন। বিশৃঙ্খলার হাত থেকে দেশকে বাঁচান। না হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকার পতন করা হবে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘যিনি প্রধানমন্ত্রী থাকার কথা (খালেদা জিয়া) তাকে চারটি বছর ধরে বন্দি করে রেখেছেন। এর পরিণতি ভালো হবে না। যিনি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নেতা, তাকে আপনি লন্ডনে থাকতে বাধ্য করেছেন।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, ‘মোমবাতি প্রজ্বালনের মতো একটা শান্তিপূর্ণ অনুষ্ঠানে আওয়ামী লীগের ন্যক্কারজনক হামলা প্রমাণ করে তাদের পায়ের তলায় মাটি নেই। এ দেশে আর কখনও আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে না। জনগণ এটি হতে দেবে না।’