দেশের চলমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।
রোববার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিউজবাংলাকে বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে সকাল ১০টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আসেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক সময়ে বিএনপির কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীরা আহত হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এটি ছিল দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশ ও জাপানের সম্পর্ক দীর্ঘদিনের। বাইরের ডোনারদের মধ্যে জাপান আমাদের সবচেয়ে বড় ডোনার এবং আমাদের দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর বাংলাদেশের সমকালীন রাজনীতির ওপর সার্বিক আলোচনা হয়েছে।’