নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পাঁজরভাঙ্গা এলাকায় রোববার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেহেদী মাসুদ নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মেহেদী বলেন, ‘স্থানীয়রা পাঁজরভাঙ্গা এলাকার আত্রাই নদীর তীরে পানিতে অজ্ঞাতপরিচয় ওই মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।’
তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে একটি মানিব্যাগ পাওয়া যায়। সেখান থেকে ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তবে পানিতে ভিজে যাওয়ায় তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তার বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে।
‘ভোটার আইডি কার্ড রোদে শুকাতে দেয়া হয়েছে। শুকালে হয়তো ওখান থেকে কোনো তথ্য পাওয়া যাবে। এ ছাড়াও রাজশাহী থেকে ঘটনাস্থলে সিআইডির একটি টিম রওনা দিয়েছে আলামত সংগ্রহের জন্য।’