ভোলায় নিখোঁজের এক দিন পর ফেরি থেকে পড়ে যাওয়া লস্করের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড।
তেতুলিয়া নদীর খেয়াঘাট থেকে শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়।
২৫ বছরের আমিরুল ইসলামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সেওতা গ্রামে।
ভেদুরিয়া ফেরিঘাট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার কাওসার হোসেন নিউজবাংলাকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে কৃষ্ণচূড়া ফেরির থেকে পা পিছলে পড়ে ফেরির লস্কর আমিরুল ইসলাম নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে।
‘পরদিন বিকেলে স্থানীয়রা তেতুলিয়া নদীর ভোলা খেয়াঘাট এলাকায় আমিরুলের মরদেহ ভাসমান অবস্থায় দেখে আমাদের জানালে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্য তাকে উদ্ধার করে।’