রাজধানীর মধ্য বাড্ডায় পাইলিংয়ের কাজ করার সময় গাছ পড়ে মোস্তফা আলী নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ৫০ বছর বয়সী মোস্তফাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
নিহত মোস্তফার ভাতিজা আলামিন বলেন, ‘মাত্র কয়েক দিন আগে আমার চাচা এই কোম্পানির কাজে যোগ দেন। বিকেলে পাইলিংয়ের কাজ করার সময় চাচার ওপর গাছ পড়ে। তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি জানান, চাচার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার চন্দরা গ্রামে। বর্তমানে মধ্য বাড্ডায় বশির মিয়ার বাড়িতে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন তিনি।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বাড্ডা থানাকে জানানো হয়েছে।