ঢাকার বনানীতে দলের মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে এবং নোয়াখালীতে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলুর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বনানীর কর্মসূচিতে আহতদের দেখতে যান মির্জা ফখরুল। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের ঢাকা মহানগরের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মোমবাতি প্রজ্জালন করে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়া। শান্তিপূর্ণভাবে ঢাকা দক্ষিণে কর্মসূচি হয়েছে। ঢাকা উত্তরে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল, শেষের দিকে হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে হামলা করে।’
তিনি জানান, সে সময় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদ ক শামা ওবায়েদ ছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির সাবেক মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালসহ ৬-৭ জন আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তাবিথ মাথায় আঘাত পেয়েছেন। অন্যান্যরা সিরিয়াসলি ইনজুরড, বলে দাবি করেন তিনি।
শনিবার রাত ৮টার দিকে বনানীতে মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচির শেষে সেখানে ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বিএনপির নেতারা।
হামলার বিষয়ে জানতে চাইলে বনানী থানার ওসি অবশ্য বলেন, তারা হামলার কোনো খবর পাননি। তবে দেখেছেন বিএনপির কর্মসূচির শেষে কিছু লোক দৌড়াদৌড়ি করছেন। তারা কারা সে সম্পর্কে খোঁজ নেবার কথাও জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘নোয়াখালীর বেগমগঞ্জে আমাদের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর উপর আক্রমণ হয়েছে, তিনিও সেখানে রক্তাক্ত হয়েছেন। তাকে কুমিল্লা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা যে কথাগুলো সব সময় বলছি, এখানে আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবেই, উদ্দেশ্যপ্রণীতভাবে বাংলাদেশের সাংবিধানিক ওয়েতে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য, বানচাল করার জন্য, তাদের বাহিনীকে লেলিয়ে দিয়েছে।
‘সমগ্র দেশে তারা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আমাদের শান্তিরক্ষাকারী বাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এই একটা পরিস্থিতিতে এখানে কিছুতেই কোন মতেই গণতন্ত্রের কোনো পরিবেশ নেই, গণতন্ত্রের কোনো পরিসর পর্যন্ত নেই, এখানে তারা যে নির্বাচনের কথা বলে এটা প্রহসন ছাড়া কিছু না। আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা শান্তিপূর্ণভাবে মানুষের দাবি নিয়ে আন্দোলন করছি।’
ফখরুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করছি। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করছি। সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য ভয়াবহ সন্ত্রাসী হামলা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে যারা আক্রমণ করেছে, তাদের গ্রেপ্তার দাবি করছি।’