যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ হৃদয় হোসেন নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক করা স্বর্ণের ওজন প্রায় ২ কেজি ৩৩৩ গ্রাম।
শনিবার দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়কের ওপর থেকে স্বর্ণের বারসহ ২৫ বছর বয়সী হৃদয়কে আটক করা হয়। তিনি বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণ পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে নিরাপত্তা জেরদার করা হয়। পরে অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমানের নেতৃত্বে ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি দল পুটখালী-বালুন্ডা সড়কে একটি শপিং ব্যাগসহ হৃদয়কে আটক করে।
এ সময় ওই শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন প্রায় ২ কেজি ৩৩৩ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।
আটক করা স্বর্ণের বারগুলোতে সুইজারল্যান্ডে তৈরি বলে খোদাই করে উল্লেখ ছিল।
লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, আটক হৃদয়ের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।