বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রমিক ছাঁটাই: যমুনা সার কারখানায় বিক্ষোভ

  •    
  • ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১৮:২৭

‘শিগগিরই শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হোক। যেসব শ্রমিককে ছাঁটাই করা হয়েছে, অস্থায়ী ঠিকাদার নিযুক্ত করে তাদের পুনরায় নিয়োগ দেয়ার ব্যবস্থা করতে হবে।’

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে যমুনা সার কারখানার (জেএফসিএল) ৪৮৬ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিক-জনতা।

শনিবার দুপুর ১টার দিকে কারখানা এলাকার প্রধান সড়কে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে সার কারখানার ফটকে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সমাবেশে শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, ‘শিগগিরই শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হোক। যেসব শ্রমিককে ছাঁটাই করা হয়েছে, অস্থায়ী ঠিকাদার নিযুক্ত করে তাদের পুনরায় নিয়োগ দেয়ার ব্যবস্থা করতে হবে।’

সেখানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামস উদ্দিন চেয়ারম্যান, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী।

এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, চুক্তিভিত্তিক ৪৮৬ শ্রমিকের মধ্যে ১৯৩ জনের নিয়োগ বিধি মোতাবেক আগেই বাতিল হয়েছে। বাকি ২৯৩ জনের মেয়াদকাল ৩১ আগস্ট শেষ হয়। নতুন নিয়োগের জন্য ঠিকাদার নিয়োগ করতে ১৮ জুলাই দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স জান্নাত এন্টারপ্রাইজ মামলা করায় নতুন শ্রমিক নিয়োগ আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত আছে।

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কর্মসূচি পালন করেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কারখানা সূত্র জানায়, বিসিআইসি আওতাধীন কেপিআই-১ মানের যমুনা সার কারখানায় প্রতিষ্ঠা হয় ১৯৯১ সালে। তখন থেকেই দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক নিয়োগ দিয়ে আসছে কারখানা কর্তৃপক্ষ। দরপত্র আহ্বান করে নির্বাচিত ঠিকাদারের মাধ্যমে দুই বছরের জন্য শ্রমিক নিয়োগ দেয়া হয়।

১ সেপ্টেম্বর থেকে হাজিরাভিত্তিক ৪৮৬ শ্রমিককে কারখানায় প্রবেশের নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। এই ছাঁটাইয়ের প্রতিবাদ ও পুনরায় নিয়োগের দাবিতে শনিবার শ্রমিকরা কারখানা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ-সমাবেশ করেন।

এ বিভাগের আরো খবর