বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যুৎস্পৃষ্ট কাঠমিস্ত্রির দল, নিহত ২ আহত ৪

  •    
  • ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১৭:১১

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার বেলা ১১টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামে বেপারি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের ছেলে ৩৫ বছরের সোহাগ হোসেন ও একই গ্রামের মাইঝের বাড়ির ওমর ফারুকের ছেলে ১৯ বছরের লিটন হোসেন।

পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, ১৪ জন কাঠমিস্ত্রি একটি পুরোনো ঘর এক বাড়ি থেকে অন্য বাড়িতে নিচ্ছিলেন। একপর্যায়ে ওই ঘরটির টিনের চাল একটি বিদ্যুতের তারে জড়িয়ে যায়।

এতে ঘটনাস্থলেই ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হলেন ওই এলাকারই মৃত মমতাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন, মৃত ছেরাজুল হকের ছেলে মো. আক্কাস, মৃত আ. মান্নানের ছেলে আবুল কাশেম ও মৃত চান মিয়ার ছেলে সোহাগ মিয়া।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা ইয়াসমিন জানান, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। আহত চারজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আক্কাস ও দেলোয়ার জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে টিনের চালা জড়িয়ে যায়। তারপর তাদের আর কিছুই মনে নেই।

দুর্ঘটনার বিষয়ে শাহরাস্তি মডেল থানার এসআই রোকন উদ্দিন বলেন, ‘দুজনের মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো খবর