চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন স্টেডিয়াম মোড়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের ৩৫ বছর বয়সী কামরুল হাসান জুয়েল ও একই গ্রামের ৫০ বছরের আরিফ হোসেন।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফরিদপুর থেকে একটি প্রাইভেটকার স্বর্ণের বারের চালান নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে দর্শনা সীমান্তের দিকে যাচ্ছে এমন তথ্য পেয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন স্টেডিয়াম মোড়ে অবস্থান নেয় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
এ সময় একটি প্রাইভেট কার গতিরোধ করে তল্লাশি করলে প্রাইভেট কারের দরজা থেকে উদ্ধার করা হয় টেপ দিয়ে মোড়ানো পাঁচটি স্বর্ণের বার। এর ওজন ৫৮১ গ্রাম। তবে স্বর্ণের বারের মূল্য তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
তিনি আরও বলেন, ‘আমরা প্রাইভেট কারটিতে আরও তল্লাশি চালাবো। ওই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’