ময়মনসিংহের মুক্তাগাছায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় গ্রেপ্তার স্বামীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ময়মনসিংহ মূখ্য ২ নম্বর আমলী আদালতের বিচারক আরিফুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পরিদর্শক মো. জসিম উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন
মামলার এজাহারে বলা হয়েছে, ‘গত ১ আগস্ট ওই গৃহবধূর স্বামী চাকরির কথা বলে তাকে গাজীপুরের মাওনায় নিয়ে যান। সেখানে একটি ভাড়া বাসায় লোকজন এনে তাকে বিবস্ত্র করে অনৈতিক কাজ করতে বলেন। এতে রাজি না হওয়ায় সিগারেটের আগুন দিয়ে তার শরীরে ছ্যাকা দেয়া হয়। পরে সেখান থেকে ওই গৃহবধূকে মুক্তাগাছায় তার স্বামীর বাড়িতে আনা হয়। এ অবস্থায় বাড়ি থেকে পালাতে গেলে শিকল দিয়ে দুই হাত-পা বেঁধে বিবস্ত্র করে ওই নারীকে নির্যাতন করা হয়।’
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘গত ৩ সেপ্টেম্বর ওই নারীর এক আত্মীয় ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনাটি থানায় জানান। তাৎক্ষণিক পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই নারীর বাবা থানায় মামলা করেন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করলেও ওই নারীর স্বামীকে পাওয়া যায়নি।
‘বুধবার বিকেল ৫টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর শেরেবাংলা থানার রাজারবাগ বাজারে অভিযান চালিয়ে তাকে স্বামীকে গ্রেপ্তার করা হয়।’