বিএনপি-জামায়াতের বিরুদ্ধে দেশব্যাপী ষড়যন্ত্র, নৈরাজ্য, সন্ত্রাসের অভিযোগে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগ।
বৃহস্পতিবার বিকেলে নগরীর কাজীর দেউড়ী এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন হাজারো নেতাকর্মী। নেতাকর্মীরা কাজীর দেউড়ী মোড় থেকে মিছিল নিয়ে লাভলেন ঘুরে একই মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে মহানগর যুবলীগ নেতা ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু বলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রার মহাসড়কে, সে সময় এ উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছে একটি মহল। দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে ’৭১ ও ’৭৫-এর পরাজিত শক্তির দোসর বিএনপি-জামায়াত। আমরা যুবলীগ রাজপথে থেকে এ ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যে রুখে দাঁড়াব।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ইকবাল আহমেদ ইমু, সুচিত্রা গুহ টুম্পা, যুবলীগ নেতা মনির হোসেন, নাজামুদ্দিন সাইফুল, শাহীন আলম ও অভি রায়।
কর্মসূচির সঞ্চালনা করেন মহানগর ছাত্রলীগ নেতা মোশরাফুল হক চৌধুরী পাভেল।
মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম মঞ্জু, ইসমাইল উদ্দিন লিটন, বিধান সরকার, মো. হায়দার, ইমু, নুরুল ইসলাম, নুরুল হক, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, আবুল হাসানসহ অনেকে।