রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ এখন নানা সমস্যার মুখোমুখি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের একটি হোটেলে অপরাধবিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় আশ্রয় দেয়া হয়েছিল রোহিঙ্গাদের। এখন তাদের কারণে নানা সমস্যার মুখে পড়েছে বাংলাদেশ। তাই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘জঙ্গি দমনে র্যাব-পুলিশ একযোগে কাজ করেছে। তাই সফলতা এসেছে। শুধু জঙ্গি দমন নয়, দেশে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ চলছে, বিশেষ করে মাদকের সঙ্গে জড়িয়ে পড়াদের বিরুদ্ধে। নানাভাবে যারা এসব অপরাধে জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে তাদের নিয়েই এই প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণের পর তাদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনা হবে।’
উন্নয়ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে আজ মধ্য আয়ের দেশ। বাংলাদেশ আজ বিশ্বের অনেক দেশে রোল মডেল। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এমন প্রশংসা করেছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক ও জাফর আলম, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল কামরুল হাসান, কক্সবাজার র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পৌর মেয়র মুজিবুর রহমান।
২৯ আগস্ট শুরু হয় এই কর্মশালা। পর্যটননগরী কক্সবাজারে অপরাধ রোধে র্যাব ফোর্সেস ১৫ দিনব্যাপী ‘নবজাগরণ: অপরাধকে না বলুন’ শিরোনামে কর্মশালার আয়োজন করে। এতে ১০ নারীসহ ৩৬ প্রশিক্ষণার্থী অংশ নেন।