সিলেট জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দিন খান।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বৃহস্পতিবার এই পদে আর কেউ মনোনয়নপত্র নিয়ে আসেননি। ফলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরের বিজয়ী হওয়া অনেকটা নিশ্চিতই।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেরে অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার মনোনয়নপত্র নিয়েছিলেন। তবে তা জমা দেননি। এখন চেয়ারম্যান পদে কেবল নাসিরের মনোনয়নপত্রই আছে। সেটি যাচাই-বাছাই করে কোনো সমস্যা না পেলে তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।
এ বিষয়ে নাসির উদ্দিন খান বলেন, ‘প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা আমাকে মনোনীত করেছেন এবং সিলেটের দলীয় সব নেতাকর্মী আমাকে ঐক্যবদ্ধভাবে সমর্থন জানিয়েছেন। এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যে বিজয় নিশ্চিত, তা আজকে আবার প্রমাণ হলো।
‘দায়িত্ব পেলে আমি জেলা পরিষদকে জনবান্ধব ও উন্নয়নবান্ধব করার চেষ্টা করব।’
মনোনয়নপত্র জমা না দেয়ার বিষয়ে এনামুল নিউজবাংলাকে জানান, ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চার নেতা দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে নাসিরকে মনোনয়ন দেয়া হয়।
নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।