কুমিল্লার মুরাদনগরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় কর্তব্যরত এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এ ছাড়া আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়া হয়েছে।
উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৬০ বছরের তরব আলী ওই উপজেলার গাংগাটিয়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তি একই গ্রামের ৩০ বছরের কামাল মিয়া।
ওসি বলেন, ‘তরব আলী ও কামাল রাতে বাজারের প্রহরীর দায়িত্বে ছিলেন। ওই দোকানের সামনে বসে ছিলেন তারা। এ সময় বেপরোয়া গতিতে একটি অ্যাম্বুলেন্স তাদের ধাক্কা দিয়ে দোকানের ভেতরে নিয়ে যায়।
‘আশপাশের লোকজন তাদের গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তরব আলী মারা যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে কামালকে কুমিল্লা মেডিক্যাল থেকে ঢাকায় পাঠানো হয়।’
অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।