বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এমপিকে সঙ্গে নিয়ে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২২ ২০:৫৯

ঘটনাটি অনাকাঙ্খিত দাবি করে ডিসি মুহাম্মদ আব্দুল লতিফ নিউজবাংলাকে বলেন, ‘একজন এমপি যদি হঠাৎ করে চলে আসেন তাহলে আমাদের কী করার আছে? তবে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শুধু প্রার্থী গোলাম মহীউদ্দীন আর তার ছেলে ছিলেন।’

মানিকগঞ্জে এমপি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মহীউদ্দীন। বিষয়টি নির্বাচনি আচারণবিধি লঙ্ঘন বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

তিনি বর্তমান জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন। আসন্ন নির্বাচনে লড়তে তিনি বুধবার বেলা ৩টার দিকে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের কাছে মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) এ এম নাঈমূর রহমান দূর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলদতানুল আজম খাঁনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী মহীউদ্দীনের সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে হাজির হন ঘটনাস্থলে।

এই সমাগমের দায়ভার এড়িয়ে মহীউদ্দীন নিউজবাংলাকে বলেন, ‘আমি নিজে গেছি, আমার মেম্বার, চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের নিয়ে গেছি। আমি তো এমপি বা কাউরে বলি নাই।’

এ বিষয়ে এমপি দূর্জয় জানান, প্রতীক বরাদ্দের পর থেকে জনপ্রতিনিধিরা প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারবে না। এর আগ পর্যন্ত থাকলে বিধি লঙ্ঘন হয় না।

নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘নির্বাচনি আইনে আছে, সরকারের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনি প্রচার বা নির্বাচনি কাজে থাকতে পারবেন না।

‘সে হিসেবে এমপি অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে পড়েন। এছাড়া মনোনয়নপত্র জমা দেয়ার সময় সর্বোচ্চ ৫ জন থাকতে পারবে। এমপি উপস্থিত থাকায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হয়েছে।’

তিনি নিউজবাংলাকে জানান, ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাটি অনাকাঙ্খিত দাবি করে ডিসি মুহাম্মদ আব্দুল লতিফ নিউজবাংলাকে বলেন, ‘একজন এমপি যদি হঠাৎ করে চলে আসেন তাহলে আমাদের কী করার আছে? তবে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শুধু প্রার্থী গোলাম মহীউদ্দীন আর তার ছেলে ছিলেন।’

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ২৬ সেপ্টেম্বর এবং ভোট হবে ১৭ অক্টোবর।

এ বিভাগের আরো খবর