বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চোর বললেন: ১৫ নয়, চুরি করেছি সাড়ে ১২ লাখ

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২২ ১৭:১৪

চুরি হওয়া টাকার মধ্যে ১১ লাখ ৯৬ হাজার টাকাসহ আনোয়ারুল হককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

একটি চুরির ঘটনায় মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চুরি হওয়া টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া আনোয়ারুল হককে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তিনি জেলা শহরের পূর্ব কুখাপাড়া কৈপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতে কোনো একসময় নীলফামারীর উত্তরা ইপিজেডের এক্সপোলিং ইন্ডাস্ট্রির আলমারি থেকে ১৫ লাখ টাকা চুরি হয়েছে জানিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর নীলফামারী থানায় অভিযোগ করেন ওই কোম্পানির চেয়ারম্যান কামরুল হামিদ।

তাৎক্ষণিকভাবে উত্তরা ইপিজেডে গিয়ে প্রতিষ্ঠানটির সিসিটিভির ফুটেজ দেখে ওই চুরির ঘটনায় আনোয়ারুল হকের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

এ অবস্থায় গতকাল রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকেই আনোয়ারুল হককে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চুরি হওয়া টাকার মধ্যে ১১ লাখ ৯৬ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়।

নীলফামারী থানার ওসি আব্দুর রউপ জানান, ১৫ লাখ টাকা চুরির অভিযোগ দেয়া হলেও প্রাথমিক স্বীকারোক্তিতে আনোয়ারুল স্বীকার করেছেন- তিনি ১৫ নয়, সাড়ে ১২ লাখ টাকা চুরি করেছেন। এর মধ্যে কিছু টাকা ইতোমধ্যেই তিনি খরচ করে ফেলেছেন।

ওসি বলেন, ‘আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর