কিশোরগঞ্জের সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকায় বুধবার দুপুরে একটি ফসলি জমিতে এ ঘটনা ঘটে।
নিহত ৩২ বছর বয়সী শফিকুল ইসলামের বাড়ি চংশোলাকিয়া এলাকায়।
আটক ২২ বছর বয়সী রাজন ইসলাম একই উপজেলার আতকাপাড়া এলাকার বাসিন্দা।
কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. তরিকুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই বছর আগে একটি চুরির ঘটনায় রাজনকে জড়িয়ে কথা বলেছিল শফিকুল। তখন থেকেই শফিকুলের প্রতি ক্ষোভ ছিল রাজনের৷ দুপুরে শফিকুল বাড়ির পাশে ফসলি জমিতে কাজ করছিল। তখন পুরোনো বিভিন্ন বিষয় নিয়ে শফিকুলের সঙ্গে কথা-কাটাকাটি হয় রাজনের। এ সময় রাজন ছুরি বের করে শফিকুলের পেটে ও গলায় ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে রাজন।
মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।