বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসচাপায় অটোরিকশাচালক নিহত

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২২ ১৫:০৩

ওসি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।’

শেরপুরের সদরে বাসের চাপায় এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

পৌর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহম্মেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত চালক ৩৮ বছরের মজনু পাগল বাজিতখিলা ইউনিয়নের মধ্যকুমরী গ্রামের আওয়াল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, বেলা ১১টার দিকে পৌর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে যমুনা ট্রাভেলসের একটি বাস দুটি অটোরিকশাকে চাপা দেয়। এতে উভয় অটোরিকশার চালকসহ দুই যাত্রী আহত হন।

আহতদের জেলা সদর হাসপাতালে নেয়া হলে চালক মজনু পাগলের মৃত্যু হয়। বাকি তিনজনকে সেখানে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বাসটিকে আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।’

এ বিভাগের আরো খবর