গাজীপুরে শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আরও তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিটি করপোরেশনের গাছা ডেগেরচালা এলাকার একটি মাদ্রাসা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বুধবার সকালে তাদের আদালতে তোলা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিক্ষকের নাম আব্দুর রহমান ওরফে শান্ত ইসলাম।
আবু সায়েম বলেন, ‘গত বৃহস্পতিবার ভোরে মাদ্রাসার আবাসিক শিক্ষক আব্দুর রহমান ওই ছাত্রকে বিস্কুট দেয়ার কথা বলে তার কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি জানার পর শিশুটির বাবা মাদ্রাসার প্রিন্সিপালসহ আরও দুই শিক্ষককে জানান। এ সময় তারা বিষয়টি সমাধান করবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে কৌশলে সময়ক্ষেপণ করতে থাকেন তারা, যাতে ধর্ষণের আলামত নষ্ট হয়ে যায়।
‘সোমবার ভুক্তভোগীর বাবা আবারও শিক্ষকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে পরীক্ষা শেষ হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তারা। কোনো প্রতিকার না পেয়ে শিশুটির বাবা ঘটনাটি পুলিশকে অবহিত করেন। অভিযুক্ত শিক্ষককে আটক করতে গেলে মাদ্রাসার প্রিন্সিপালসহ আরও দুই শিক্ষক পুলিশের কাজে বাধা দিলে তাদেরও আটক করা হয়।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘পরবর্তীতে ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে গাছা থানায় মামলা হয়। আটকদের সবাইকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’