রাজধানীর বাড্ডায় ৩৫ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। তারা টেকনাফ থেকে এগুলো ঢাকায় নিয়ে এসেছিল। এ ঘটনায় বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ মঙ্গলবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে আফতাবনগর ইস্টার্ন হাউজিংয়ের প্রবেশমুখে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে আফতাবনগর ইস্টার্ন হাউজিংয়ে লোহার ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে বেলাল উদ্দিন মৃধা নামের আরেকজনকে আটক করা হয়। তার কাছে পাওয়া যায় ৩৩ হাজার পিস ইয়াবা। এ সময় উজ্জ্বল নামের একজন পালিয়ে যায়।’
ডিসি আ. আহাদ জানান, ইয়াবাগুলো টেকনাফ থেকে ঢাকায় আনা হয়েছে। কোথায় যাচ্ছিল, তা এখনও জানা যায়নি। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ ও তদন্তে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।