বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাইডওয়ালে পলিথিনের বদলে কলাপাতা, জানতেন কাউন্সিলর

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৪৫

৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মামুন বলেন, ‘অন্যান্য ওয়ার্ডের কাজগুলোতে যেন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি না হয় সেজন্য ইচ্ছে করে এটি করিয়েছি। যেন পৌরসভার তদারকি কর্মকর্তারা সজাগ হয়ে প্রতিটি কাজ সঠিকভাবে তদারকি করে। তবে এখন কলপাতা উঠিয়ে দেয় হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি রাস্তার গাইডওয়াল তৈরিতে কলাপাতা ব্যবহার করা হচ্ছে- এমন একটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। খোঁজ নিয়ে জানা গেছে গত সোমবার পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে রশিদ সরদার এর বাড়ির কাছের রাস্তায় এ ঘটনা ঘটেছে। পরে পৌর মেয়রের নির্দেশে ওই গাইডওয়াল ভেঙে দেয়া হয়।

ওই ওয়ার্ডের কাউন্সিলর বলছেন, কলাপাতা দেয়ার কাজটি তিনিই করিয়েছেন। পৌরসভার তদারকি কর্মকর্তারা ঠিকমতো কাজ করছেন কি না তা যাচাই করতে তিনি এ কাজ করেছেন।

পৌরসভাসূত্রে জানা গেছে, রাস্তা সংস্কার, ড্রেন ও কালভার্ট নির্মাণের জন্য ইউজিপ-৩ প্রকল্পের আওতায় নবীনগর পৌরসভায় প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ আসে। এই প্রকল্পের আওতায় ৪ মাস আগে রশিদ সরদারের বাড়ির কাছের রাস্তার টেন্ডার পায় মোস্তফা ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, গত সোমবার ওই রাস্তাটির ১৬০ মিটারের গাইডওয়াল তৈরিতে পলিমিশ্রিত ময়লা বালু ও পলিথিনের বদলে কলাপাতা দেয় ঠিকাদার। স্থানীয়রা এতে বাধা দেয়। পরে বিষয়টি জানাজানি হলে কাজ বন্ধ করা হয়।

এ বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মামুন জানান, ইচ্ছা করেই ঠিকাদারকে কলাপাতা দিতে বলেছেন তিনি।

মামুন বলেন, ‘ইউজিপ-৩ প্রকল্পের আওতায় থাকা অন্যান্য ওয়ার্ডের কাজগুলোতে যেন কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি না হয় সে জন্য ইচ্ছে করে এটি করিয়েছি। যেন পৌরসভার কর্মকর্তারা সজাগ হয়ে প্রতিটি কাজ সঠিকভাবে তদারকি করে। এখন কলপাতা উঠিয়ে দেয়া হয়েছে।’

নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস বলেন, ‘কাজে অনিয়ম হচ্ছে জানতে পেরে আমার পৌরসভার ইঞ্জিনিয়ার গিয়ে গাইডওয়াল ভেঙে দিয়েছে। কেন এমন হলো সে বিষয়ে তদন্ত হবে, পরবর্তীতে নিয়ম মেনে কাজ করা হবে।’

এ বিভাগের আরো খবর