নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
মঙ্গলবার বিকেলে শহরের প্রগতি পাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
জয়নাল আবেদীন জানান, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর তার নির্বাচনি এলাকাসহ বিভিন্ন উপজেলায় গিয়ে জনপ্রতিনিধিদের নিয়ে ভিন্ন ব্যানার ব্যবহার করে মতবিনিময় সভা করছেন। এসব সভায় তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দেয়ার জন্য বলছেন, যা সুস্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন।
তিনি বলেন, ‘নির্বাচনি মাঠে প্রভাব বিস্তার করে স্বাভাবিক পরিবেশ বাধাগ্রস্ত করছেন সংসদ সদস্য। এটা তিনি কোনোভাবেই করতে পারেন না।’
নির্বাচনে সব প্রার্থীর জন্য প্রতিযোগিতার নিরপেক্ষ ক্ষেত্র তৈরি করতে রিটার্নিং অফিসার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে বলেও জানান তিনি।
তবে অভিযোগের বিষয়ে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেন, ‘জেলার উন্নয়ন ত্বরান্বিত করার জন্য আমি সভা করছি। এগুলো নির্বাচনি সভা নয়।’
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ‘মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি পর্যালোচনা করে দেখা হচ্ছে।’
এ ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে ইয়াসির আরেফীন আরও বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর।’