বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিবেশীদের সংঘর্ষে গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২২ ২০:০০

ওসি স্থানীয়দের বরাতে জানান, নাগশোষা গ্রামের জমির উদ্দিনের বাড়িতে বৃষ্টির কারণে পানি জমে যায়। পানি বের করার জন্য তিনি প্রতিবেশী ফজর সরদারের জমির ওপর দিয়ে নালা কাটতে যান। এ সময় ফজর তাকে বাধা দেন। এ নিয়ে তর্কাতর্কির পর দুপক্ষ সংঘর্ষে জড়ায়।

নাটোরের লালপুরে প্রতিবেশী দুই পরিবার ও তাদের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন, আরেকজন হয়েছেন আহত।

লালপুরের নাগশোষা গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

লালপুর থানার ওসি মো. মনোয়ারুজ্জামান এসব নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের বরাতে জানান, নাগশোষা গ্রামের জমির উদ্দিনের বাড়িতে বৃষ্টির কারণে পানি জমে যায়। পানি বের করার জন্য তিনি প্রতিবেশী ফজর সরদারের জমির ওপর দিয়ে নালা কাটতে যান। এ সময় ফজর তাকে বাধা দেন। এ নিয়ে তর্কাতর্কির পর দুপক্ষ সংঘর্ষে জড়ায়।

ওসি আরও জানান, সংঘর্ষে আহত হন ফজরের ছেলে আজমত সরদার। সে সময় জমিরের ছেলে মো. সুমন পিস্তল বের করে এনে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন ফজরের আরেক ছেলে রজব সরদার।

তিনি জানান, লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে তাজা গুলি ও গুলির খোসা জব্দ করে।

এ বিভাগের আরো খবর