ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে দুই দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার দিনভর এমন বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে বুধবারও।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। দেয়া হয়েছে সব বিভাগের অধিকাংশ জায়গায় ভারি বৃষ্টির পূর্বাভাস।
সর্বশেষ মঙ্গলবার দুপুর ১২টার তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি মধ্যপ্রদেশের কেন্দ্রভাগ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল।
এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর মেঘের সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্ণিমা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে এবং এগুলোর কাছের দ্বীপ ও চরে নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে।
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম নিউজবাংলাকে জানান, মঙ্গল ও বুধবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশে মেঘ মেঘ ভাব থাকবে। মঙ্গলবার দিনভর এভাবে বৃষ্টি হবে, রাতে হয়তো বাড়তে পারে, তবে সেটা সামান্য।
তিনি বলেন, ‘বুধবারও একইভাবে বৃষ্টি হবে। বৃহস্পতিবারের দিকে আকাশ পরিষ্কার হতে পারে। বৃষ্টির সঙ্গে স্বাভাবিকভাবেই তাপমাত্রা কিছুটা কমে আসবে। গরমও কমবে।’
পূর্বাভাসে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই সময়ের মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশাল বিভাগের খেপুপাড়ায় ১১৬ মিলিমিটার। এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে নীলফামারীর ডিমলায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস।