বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিপৎসীমা ছাড়িয়ে প্লাবিত অন্তত ২৫ গ্রাম

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫৯

রোববার সকাল থেকে ঝালকাঠিতে থেমে থেমে ভারি বর্ষণ হচ্ছে। এতে নদীর পাড় উপচে জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বেড়িবাঁধহীন কাঁঠালিয়া উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। নলছিটি, রাজাপুর ও সদর উপজেলায় ডুবেছে আরও ১০টি গ্রাম।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে দেশজুড়ে। টানা মাঝারি থেকে ভারি বর্ষণের কারণে ঝালকাঠির প্রধান তিনটি নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে। স্বাভাবিকের চেয়ে পানি ২ থেকে ৩ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঝালকাঠি কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর পানির উচ্চতা গত ২৪ ঘণ্টায় ৪ মিটার বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকালে বিষখালীর ত্রিমোহনায় পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তর সোমবার জানিয়েছিল, ঝালকাঠিসহ দেশের উপকূলীয় ১৫টি জেলা বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উপকূল ভাগের নিম্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সতর্কবার্তার পর থেকে আতঙ্কে কাটাচ্ছেন জেলার নদীতীরবর্তী বাসিন্দারা। বিশেষ করে বেড়িবাঁধহীন কাঁঠালিয়া উপজেলার ১৫ গ্রামের মানুষ। কারণ তাদের রয়েছে ২০০৭ সালের ১৫ নভেম্বর আঘাত হানা সুপার সাইক্লোন সিডরের বিভীষিকাময় রাতের অভিজ্ঞতা।

রোববার সকাল থেকে ঝালকাঠিতে থেমে থেমে ভারি বর্ষণ হচ্ছে। এতে নদীর পাড় উপচে জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বেড়িবাঁধহীন কাঁঠালিয়া উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। নলছিটি, রাজাপুর ও সদর উপজেলায় ডুবেছে আরও ১০টি গ্রাম।

কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের কবির হোসেনের আশঙ্কা, এমন পরিস্থিতি আর দু-এক দিন থাকলে ভেসে যাবে তার মাছের ঘের।

বীণাপানি গ্রামের আলাউদ্দিনের আমনের বীজতলা সোমবার ডুবে গেছে। পরিস্থিতি আরও স্থায়ী হলে আরও বেশি ক্ষতির সম্মুখীন হবেন তিনি।

কৈখালী গ্রামের মালেক সর্দার, শৌলজালিয়ার ইসমাইল হাওলাদার এবং আমুয়া গ্রামের বারেক শিকদারও জানালেন দুর্ভোগের কথা।

নিউজবাংলাকে মালেক সর্দার বলেন, ‘বিষখালীর কাঁঠালিয়া অংশে বেড়িবাঁধ না থাকায় প্রতি বছর বর্ষায় নিম্নচাপ হলেই বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়, এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। দুই মাস আগেও তলিয়েছিল। জরুরিভাবে কাঁঠালিয়া অঞ্চলে বিষখালীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রয়োজন।’

পাউবোর ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, ‘বিষখালীর তীরে বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন হলেই ডিজাইন ডাটা পাঠানো হবে।’

জেলা প্রশাসক মো. জোহর আলী নিউজবাংলাকে বলেন, ‘পানি অতিমাত্রায় বাড়লে নিম্নাঞ্চলের মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর