বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, যুবলীগ নেতা বহিষ্কার

  •    
  • ১২ সেপ্টেম্বর, ২০২২ ২০:১৬

ধর্ষণ মামলার পর থেকেই যুবলীগ নেতা মিন্টু গা ঢাকা দিয়েছেন। অভিযোগের বিষয়ে তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টুকে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে দলটির উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মিন্টুর বিরুদ্ধে অভিযোগ, বোদা উপজেলার এক ছাত্রীর সঙ্গে তিনি প্রেমের সম্পর্ক গড়েছিলেন। পরে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে তা নাকচ করেন সেই শিক্ষার্থী।

এ অবস্থায় ওই শিক্ষার্থীকে ধর্ষণ ও তা ভিডিও করেন মিন্টু। বিষয়টি ফাঁস না করতে বিভিন্ন ভয়ভীতি দেখান তিনি। এ ছাড়া ঘটনা ফাঁস করলে ধর্ষণের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি।

এভাবে ভিডিও ভাইরালের হুমকি দিয়ে ওই শিক্ষার্থীকে আরও একাধিকবার ধর্ষণ করেন যুবলীগ নেতা মিন্টু।

কোনো উপায় না দেখে পরিবারের সহযোগিতায় শেষ পর্যন্ত বোদা থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

মামলার পর থেকেই মনোয়ার হোসেন মিন্টু গা ঢাকা দিয়েছেন। অভিযোগের বিষয়ে কথা বলতে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরো খবর