সিলেট নগরে বকেয়া বিল আদায়ে যাওয়া বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিন পুলিশ; হেনস্তার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী।
নগরের কাষ্টঘর এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এসব নিউজবাংলাকে জানিয়েছেন।
তিনি জানান, কাষ্টঘর এলাকায় তনিম কান্তি দেব নামে এক গ্রাহক দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না। সোমবার তার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করতে যায় ভ্রাম্যমাণ আদালত। সে সময় তনিমের নেতৃত্বে কয়েকজন হামলা চালায়। তখনই তনিমকে পুলিশ আটক করে।
এ ঘটনায় বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর সহকারী প্রকৌশলী বকুল চন্দ্র চক্রবর্তী কোতোয়ালি থানায় মামলা করেছেন।
এজাহারে বলা হয়েছে, বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হক সোমবার সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় তনিমের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে যান। তিনি তনিমকে বকেয়া বিল শোধের জন্য অনুরোধ করেন। তা না করায় বিধি অনুযায়ী বাড়িটির সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তনিম, তনয় কান্তি দত্তসহ আরও চার-পাঁচজন আদালতকে বাধা দেয়।
এজাহারে আরও বলা হয়েছে, তারা ম্যাজিস্ট্রেট, নির্বাহী প্রকৌশলী ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত করে। একপর্যায়ে দায়িত্বরত পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে এএসআই খোরশেদ আলম, এএসআই মোস্তাফিজুর রহমান ও কনস্টেবল বাবুল আহত হন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি সামলে নেয় ও অভিযুক্ত তনিমকে আটক করে। পরে বিদ্যুৎ কর্মকর্তার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।