হবিগঞ্জের বানিয়াচংয়ে সাংবাদিক রাজীব নূরের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বানিয়াচংয়ের চাঁনপাড়া থেকে সোমবার বিকেলে মো. ওয়ালিদ নামে ওই ব্যক্তিকে আটক করা হয়ে। হামলার ঘটনায় থানায় দেয়া অভিযোগপত্রে হামলাকারী হিসেবে তার নাম আছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এসব নিশ্চিত করেছেন।
হামলার শিকার রাজীব নূর অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর।
ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখল নিয়ে তথ্য সংগ্রহের সময় তিনিসহ চার সাংবাদিকের ওপর হামলা চালানো হয় রোববার বিকেলে।
সাংবাদিক রাজীব নূর বলেন, ‘ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস একজন খ্যাতনামা পর্যটক। তিনি বাইসাইকেলে বিশ্ব ভ্রমণ করেছেন। ভ্রমণ বিষয়ে তার অনেক লেখা রয়েছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণপাড়ায় তার বাড়িটি দখল করা হয়েছে জানতে পেরে তথ্য সংগ্রহে আসি।
‘রোববার বিকেলে স্থানীয় তিনজন সাংবাদিককে নিয়ে বাড়িটিতে গেলে দখলদার ওয়াহিদ মিয়া ও তার ছেলেরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করেন। এ সময় আমার হাতে থাকা মোবাইল ফোনটি তারা ছিনিয়ে নেন।’
বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি মোশাহিদ মিয়া বলেন, ‘আমরা বাড়িতে গেলে দখলদার ওয়াহেদ মিয়া উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তারা হামলা চালান। একটি বড় ইট নিয়ে সাংবাদিক আলমগীরের মাথায় আঘাত করতে গেলে আমি তাকে রক্ষা করি।’
তিনি জানান, শুধু সাংবাদিক নয়, দখলদাররা ক্ষুব্ধ পর্যটকদের ব্যাপারেও। অনেক সময় রামনাথের বাড়িটি দেখতে গিয়ে পর্যটকরা লাঞ্ছিত হয়েছেন তাদের মাধ্যমে।
এ ঘটনার পর থানায় গিয়ে অভিযোগ দিয়েছেন রাজীব। তাতে অভিযুক্ত করা হয়েছে বাড়িটির দখলদার আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ, ওয়াসিফসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে।