বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) মুন্সীগঞ্জের শ্রীনগরের সার্ভিস লেনে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার সময়ে পুলিশের ধাওয়ায় একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার কেউটখালি এলাকায় ওই সড়কের বেশ কয়েকটি গাড়িতে রোববার রাত ৩টার দিকে ৭-৮ জনের একটি দল একাধিক পিকআপ ভ্যানগাড়িতে ডাকাতি করে টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গাড়ির দুজনকে গুরুতর আহত করে।
আহতরা হলেন ১৭ বছরের ইমাম ও ১৮ বছরের হৃদয়। তারা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কেউটখালী এলাকায় রাস্তায় ডাকাতি হচ্ছে এমন সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মারুফা জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘খবর পেয়েই হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে যায়। ডাকাতি করে পালানোর সময় সড়কের উঁচু বিভাজনে মাথায় আঘাত পেয়ে ওই ব্যক্তি মারা যায়। তবে তার নাম-পরিচয় এখনো শনাক্ত হয়নি। মরদেহটি শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’