জনগনের রায় নিয়ে ক্ষমতায় যেতে হলে হরতাল, মারামারি নয় ভোটের মাঠে আসতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মাদারীপুরের কালকিনিতে এক অনুষ্ঠানে রোববার তিনি এ কথা বলেন।
কালকিনির পূর্ব আলিপুরে হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে প্রকল্পের কাজ পরিদর্শনে যান পরিকল্পনামন্ত্রী।
সেখানে সাংবাদিকদের এম এ মান্নান বলেন, ‘নির্বাচনের মাঠে বিএনপি না নামলে খেলা বন্ধ হয়ে যাবে না। মাঠে রেফারি হিসেবে নির্বাচন কমিশন আছে। ক্ষমতায় যেতে ভোটের বিকল্প নেই। ভোটের বিকল্প মারামারি বা হরতাল নয়। জনগণ যদি তাদের ভোট দেয়, তারা ক্ষমতায় গিয়ে দেশ চালাক।’
নৌকার প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগকে দরকার। আপনারা যদি মনে করেন শেখ হাসিনা ভালো কাজ করেছেন, তাকে দরকার, তাহলে তাকে আরেকবার বিবেচনা করবেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিযোগ করার জায়গা আছে, আদালত আছে। অভিযোগের বড় জায়গা দেশের জনগণ। এর বাইরে আর কোনো পথ নেই। বিএনপি তাদের অভিযোগ এসব জায়গায় করতে পারে। তা কিন্তু তারা করছে না।
‘দেশে নির্বাচন হবে না, এমন দাবি করলে তো জনতা মানবে না। ভোট এড়িয়ে, জনরায় এড়িয়ে তো রাজনীতি করা যায় না।’
প্রকল্প পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) চাইলাউ মারমা, কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা পিংকি সাহাসহ সরকারি কর্মকর্তারা।